ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচের ব্যর্থতা মুছে ফেলে জয়ের ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দল তুলে নিয়েছে রোমাঞ্চকর এক জয়। শনিবার লক্ষ্মৌতে সিরিজের ওয়ানডে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দলকে ৫ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ৩৪.৩ ওভারে আটকে যায়। এরপর খেলা শুরু হলে ৩৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ২১৮। জবাবে নেমে ২১২ রানে আটকে যায় ভারতীয় যুবারা।
ম্যাচে ওপেনার মেহেদি হাসান-সাইফ হাসান ৫২ রানের উদ্বোধনী জুটি গড়ে পথ দেখান দলকে। মেহেদি তুলেন ৩৬ বলে ২৫ রান। দ্বিতীয় উইকেটে সাইফ ও ফারদিন হাসান তুলেন ৭৫ রান। সাইফ ৯২ বলে ৬৪ রান করেন। ৭২ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন ফারদিন।
বৃষ্টির নেমে ভারতের দুই ওপেনার করেন ৭৭ রান। যাশাভি জৈসওয়ালকে ৩৪ রানে আউট। আরেক ওপেনার মাধব কৌশিক করেন ৩৪ রান। তারপরই বেলুর রাভি শরত ও চারে নাম প্রিয়ম গার্গ ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৩৮ বলে ৫৫ রান করে ফেরেন শরত। ৫১ বলে ৫৩ রান তুলে প্রিয়ম ফিরতেই বাংলাদেশ ম্যাচে ফেরে। জমে উঠঅ ম্যাচে ৫ রানে জয় তুলৈ নেয় টাইগার যুবারা।
সিরিজের তৃতীয় ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ৩৬ ওভারে ১৪৯/২ (সাইফ ৬৪, মেহেদি ২৫, ফারদিন ৪৭*, ইয়াসির ৭*; আর্শদিপ ৬-০-২৪-০, হারপ্রিত ৮-২-২৪-০, অতীত ৬-১-২৬-০, হৃতিক ৮-০-৩৯-২, শুভাং ৬-০-১৮-০, জৈসওয়াল ২-০-৮-০)।
ভারত অনূর্ধ্ব-২৩ : (লক্ষ্য ৩৬ ওভারে ২১৮) ৩৬ ওভারে ২১২/৭ (জৈসওয়াল ৩৪, মাধব ৩৪, শরত ৫৫, প্রিয়ম ৫৩, রিত্তিক ৫, সমর্থ ১১, অতীত ১, হারপ্রিত ২*, শুভাং ০*; আবু হায়দার ৮-০-৪৫-২, মেহেদি ৭-০-৪৩-০, সুমন ৭-০-৪৪-২, তানভির ৭-০-৪৯-১, সাইফ ৭-১-২২-০)।
ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৫ রানে জয়ী
Discussion about this post