ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সোমবার কলাবাগান ক্রীড়া চক্র ১১৬ রানে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ পরিষদকে। শেষ পর্যন্ত মাঠে নামলেন সাকিব আল হাসান। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাঘর সমাজকল্যাণ পরিষদের বিপক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশসেরা তারকা। সাকিব করেছেন ৬ রান। বল হাতে ছয় ওভারে ২১ রান দিলেও উইকেট পাননি।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া খেলাটি ৫০ ওভারের বদলে ৩১ ওভারে ছোট হয়। আর তাতে আগে ব্যাট করে ওপেনার মিঠুন ও দুই লঙ্কান জেহান মোবারক ও কাপুগেদারার হাফসেঞ্চুরিতে ২৪৮ রানের বড় স্কোর গড়ে কলাবাগান। এরপর বল হাতে মাসুম ও ইমরান জ্বলে উঠলে ৩১ ওভারে ১৩২ রানেই থেমে যায় খেলাঘর।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান কেসি : ২৪৮/৭, ৩১ ওভার (মিঠুন ৭৮, মোবারক ৬৯, কাপুগেদারা ৫৮, নাঈম ২১; মাসুম ২/৪১, ইমরান ৩/৩০)।
খেলাঘর সমাজকল্যাণ : ১৩২/৭, ৩১ ওভার (নান্টু ১১, মামুন ২১, শুভগত হোম ১৩, ফয়সাল হোসেন ১৫, ফোরকান ৩০*; দিলহারা ৩/১২, জেহান ২/২৪)। ফল : কলাবাগান ১১৬ রানে জয়ী।
Discussion about this post