মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শুক্রবার খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) বিপক্ষে প্রীতি টি-টুয়েন্টিতে জাভেদ খেলেন ‘দ্য লিজেন্ডস’-এর হয়ে। বিদায় বেলায় আবেগ ধরে রাখতে পারেন নি তিনি। চোখের জল ফেললেন।
এমন সিদ্ধান্তটা হঠাৎ করেই গত বুধবার নিয়েছেন জাভেদ। জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেই ২০০৭ সালে। ৪০ টেস্টে ১৭২০ রান করেছেন জাভেদ। আবার ৫৯ ওয়ানডে খেলে ১৩১২ করেছেন তিনি। বিদায় বেলায় বললেন, ‘১৯৯৫ সালে যেদিন ওয়ানডে অভিষেক হল তখন এতটা কল্পনা করতে পারিনি। এরপর টেস্ট খেললাম। সেঞ্চুরি পেলাম। সব মিলিয়ে আমি সন্তুষ্ট।’
খেলা ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে থাকার স্বপ্ন দেখেন জাভেদ, ‘বারবারই ক্রিকেট মাঠ আমাকে টানবে। এমনিতে ক্রিকেট বোর্ড চাইলে আমি তাদের সঙ্গে কাজ করতে পারি। লেভেল ‘ওয়ান’ ও ‘টু’ তো করাই আছে। তারা ডাকলে অবশ্যই সাড়া দেব।’
জাভেদ ওমর তার খেলোয়াড়ি জীবনে যাদের সঙ্গে জাতীয় দলে খেলেছেন, তাদের বড় অংশই এসেছিলেন এ ম্যাচ খেলতে। দুই শীর্ষ তারকা মিনহাজুল আবেদিন নান্নু আর আকরাম খান ছাড়া প্রায় সবার দেখা মিলল। আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, নিয়ামুর রশিদ রাহুল, হাসিবুল হোসেন শান্ত, মিজানুর রহমান বাবুল, মোর্শেদ আলী খান সুমন আর মাশরাফি বিন মুর্তজা খেললেন জাভেদের নেতৃত্বে।
জাভেদের পরিবারের মানুষরাও শুক্রবার এসেছিলেন মাঠে।
Discussion about this post