ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইঙ্গিতটা আগেই ছিল, বৃষ্টি হতে পারে চট্টগ্রামে। আবহাওয়া বিশ্লেষকদের কথাই সত্য হলো। চট্টগ্রাম টেস্টে হানা দিয়েছে বৃষ্টি। শনিবার রাত থেকে বন্দরনগরীতে শুরু হয়েছে থেমে থেমে অঝোর ধারা! এ কারণেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। উইকেট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। ড্রেসিংরুমেই আছেন ক্রিকেটাররা।
রোববার চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। এদিন ২০ মিনিট আগে খেলার শুরুর কথা ভাবলেো্ তা হয়নি। এরইমধ্যে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, রোববার সারাদিন মেঘ-বৃষ্টির লুকোচুরি থাকার সম্ভাবনা রয়েছে।
সকালে নির্ধারিত সময়ে মাঠে আসলেও এ কারণেই ড্রেসিংরুমেই থাকতে হচ্ছে ক্রিকেটারদের। পুরো স্টেডিয়ামেও দর্শক শূন্য। খেলা শুরুর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না!
আর এই খবরটা স্বস্তির টাইগারদের জন্য। কারণ হারের শঙ্কায় দল। জয়ের সুবাস পাচ্ছিল আফগানিস্তান।
শনিবার তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করেছে রশিদ খানের দল। ৩৭৪ রানের লিড পেয়েছে। আফসার জাজাই ৩৪ রান নিয়ে অপরাজিত। এর আগে রহমত শাহর ইতিহাস গড়া সেঞ্চুরিতে তারা ১ম ইনিংসে করে দলীয় সর্বোচ্চ ৩৪২। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২
বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫ (আগের দিন ১৯৪/৮)(সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৮*, মিরাজ ১১, তাইজুল ১৪, নাঈম ৭; ইয়ামিন ১০-২-২১-১, নবি ২৪-৬-৫৬-৩, জহির ৯-১-৪৬-০, রশিদ ১৯.৫-৩-৫৫-৫, কাইস ৮-২-২২-১)।
আফগানিস্তান ২য় ইনিংস: ৮৩.৪ ওভারে ২৩৭/৮ (ইহসানউল্লাহ ৪, ইব্রাহিম ৮৭, রহমত ০, শহিদি ১২, আসগর ৫০, আফসার ৩৪*, নবি ৮, রশিদ ২৪, কাইস ১৪, ইয়ামিন ০*; সাকিব ১৬-৩-৫৩-৩, মিরাজ ১২-৩-৩৫-১, তাইজুল ২৪.৪-৫-৬৮-২, নাঈম ১৭-২-৬১-২, মুমিনুল ১০-৬-১৩-০, মোসাদ্দেক ৪-১-৩-০)।
Discussion about this post