চট্রগ্রাম সবসময়ই বাংলাদেশের জন্য পয়মন্ত এক ক্রিকেট ভেন্যু। ঢাকায় প্রথম টেস্টে ভরাডুবি হলেও চট্রগ্রামে ঠিকই ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। এবার টি-টুয়েন্টি মিশন। বুধবারই প্রথম ম্যাচ। কিন্তু তার আগে রীতিমতো দুঃসংবাদ! দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও শামসুর রহমান অসুস্থ।
ঘাড়ে ব্যথা পেয়েছেন তামিম। অন্যদিকে জ্বরের কারণে সোমবার অনুশীলনে দেখা মিলেনি শামসুরের। অবশ্য ম্যাচের আগে দু’জনই সুস্থ হয়ে উঠবেন-এমনটাই প্রত্যাশা টিম ম্যানেজম্যান্টের।
এদিকে তামিমের সহ-অধিনায়কত্ব থেকে সরে দাড়ানো নিয়ে নানা গুঞ্জনের কারনেই নাকি মিডিয়া থেকে ক্রিকেটারদের দুরে রাখা হয়েছে। কোচ শেন জার্গেনসনের নির্দেশেই এমনটা করেছে টিম ম্যানেজম্যান্ট।
তবে জাতীয় দলের ম্যানেজার আবদুল আওয়াল চৌধুরী ভুলু নিশ্চিত করেন তামিম-শামসুরের অসুস্থতা তেমন গুরুত্বর নয়। বলছিলেন ‘কারও সমস্যাই মারাত্বক নয়। আশা করছি দু’জনই সুস্থ হয়ে ১২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে।’
Discussion about this post