ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল) মানে শুধু মাঠের ক্রিকেটই নয়! এটা যেন বিনোদনেরও সেরা পসরা। ২০ ওভারের এই ধুন্ধুমার ক্রিকেটের পরতে পরতে গ্ল্যামার।
খেলার বাইরে লেট নাইট পার্টি আর তারকাদের নিয়ে নানা অনুষ্ঠান তো থাকছেই। বাদ থাকে নি আইপিএল সেভেন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও রঙ ছড়াল ভারতের এই আয়োজন। টুর্নামেন্ট শুরুর আগের দিনই বলিউড বাদশাহ শাহরুখ খান আয়োজন করলেন জমকালো অনুষ্ঠানের। এরপর প্রায় প্রতিদিনই পার্টি!
ক্রিকেটাররাও যেন বেশ নির্ভার থেকে খেলেন আইপিলে। তারকাদের সঙ্গে থাকে তাদের স্ত্রী, প্রেমিকারা। ভারতীয় মিডিয়া এই সংস্কৃতিকে বলছে-’হানিমুন আইপিএল।’
বাংলাদেশ থেকে এবার একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা অলরাউন্ডারের সঙ্গে আছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। তার ছবিও জায়গা পাচ্ছে ভারতীয় পত্রপত্রিকায়। মহেন্দ্র সিং ধোনি আর সাক্ষী’র মতো তারাও হয়ে উঠেছেন ‘সেলেব্রেটি কাপল।’
Discussion about this post