মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা যেন নিয়মিত ঘটনায় দাড়িয়ে গেছে! চালকদের ভুলের চরম মাশুল গুনে প্রতিদিনই প্রান হারাচ্ছেন অসংখ্য মানুষ। আরেকটু হলে সেই অভাগা মানুষদের তালিকায় উঠে যাচ্ছিল তরুন ক্রিকেটার নিহাদ উজ জামানের নাম। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের খেলায়াড় নিহাদ উজ জামান। তার মাথায় ১২টি সেলাই লেগেছে!
হাইপারফরম্যান্স ইউনিটের(এইচপি) প্রোগ্রাম শেষ করেছেন কিছুদিন আগেই। এবার জাতীয় লিগের জন্য রাজশাহী দলের ক্যাম্পে যোগ দিতে চেয়েছিলেন তিনি। তাইতো গত বুধবার ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন নিহাদ। তার সঙ্গে ছিলেন রাজশাহীর আরেক বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র।
কিন্তু সিরাজগঞ্জে ফুড ভিলেজে যাত্রা বিরতি শেষে গাড়ি চলতে শুরু করার পরই বেপরোয়া হয়ে উঠেন ড্রাইভার। তিনি ছিলেন বিপরীত দিক থেকে আসা একটি বাসের তাইতো মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার বর্ননা দিতে গিয়ে বলেন- ”আমরা দেশ ট্রাভেলসে যাচ্ছিলাম। হানিফ পরিবহণের একটি বাস পেছন থেকে ওভারটেক করার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল। তাদের রেষারেষিতে হুট করে উল্টো দিক থেকে আমাদের সামনে এসে যায় আরেকটি বাস। ব্যস সংঘর্ষ! ধাক্কা খেয়ে বাস তখন রাস্তায় আড়াআড়ি। যখন বের হতে যাব, তখন আরেকটা ট্রাক এসে ধাক্কা দেয় বাসকে।”
এরপর বন্ধুর সহায়তা নিয়ে হাসপাতালে যান নিহাদ। সঙ্গী নাঈম ইসলাম সৌভাগ্যবশত কোন আঘাত পাননি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য নিহাদ এখন বাসায় পুর্ন বিশ্রামে। জানা গেল সোমবার সেলাই কাটা হবে। করা হবে সিটি স্ক্যান। তবে মৃত্যুর কাছ থেকে ফিরে আসার এই ধাক্কা সামলে উঠতে অনেক দিন লাগবে নিহাদের!
Discussion about this post