পুরনো শত্রু ইনজুরি আবারো কাবু করে ফেলেছে মুস্তাফিজুর রহমান। চোট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দেশে ফিরেছেন কাটার মাস্টার। এখন সেই ধাক্কা সামলে উঠার লড়াইয়ে আছেন এই পেসার। এ অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। এমন কী ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার টেস্ট সিরিজটাও মিস করতে পারেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
ধারনা করা ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে মুস্তাফিজের না থাটা প্রায় নিশ্চিত। এমন কী গোটা টেস্ট সিরিজটাই মিস করতে পারেন তিনি। এ অবস্থায় মুস্তাফিজের ফিটনেস দেখে নিতে তাকে রাখা হতে পারে বাংলাদেশ ‘এ’ দলে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘দেখুন, আমাদের একটা পরিকল্পনা রয়েছে মুস্তাফিজকে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের যে খেলা আছে সেখানে খেলাবো। ফিটনেসের জন্যই মূলত দুটি ম্যাচ খেলাব। যদি ও প্রথম ও দ্বিতীয় ম্যাচটি কোনো সমস্যা ছাড়া খেলতে পারে তারপরই ও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
আগামী ৪ জুলাই থেকে অ্যান্টিগায় শুরু হবে উইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট। এখানে সম্ভবত দেখা যাবে না মুস্তাফিজকে। দেবাশীষ জানালেন, ‘প্রথম টেস্টে থাকাটা ওর জন্য কঠিন হবে। সামান্যতম সমস্যা হলেও তাকে আমরা খেলার অনুমতি দেব না।’
বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথায় আরো কিছুদিন পরিচর্যায় থাকতে হবে মুস্তাফিজকে। আগামী ১৫ তারিখের পর থেকে ফিটনেস ফিরে পাওয়ার পরীক্ষা দিতে পারবেন তিনি। ঈদের পরই হাঁটা আর দৌড়ানোর অনুমতি পাবেন দ্য ফিজ।
আর এক্ষেত্রে ২৬ জুন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচ। সেই ম্যাচটাতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। তার আগে ২৩ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
Discussion about this post