ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ হল একমাস ধরে চলা বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। জমজমাট এক আসর উপহার দিয়েছে ইউরোপের দেশ। রাশিয়া। যেখানে রোববার রাতে ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে ফ্রান্স। ১৯৯৮ সালের পর আবারো চ্যাম্পিয়ন তারা।
মোট ৬৪ ম্যাচের এই আয়োজনে ঘটে নানা ঘটনা। পরিসংখ্যানের আলোয় চলুন দেখে নেই রাশিয়া বিশ্বকাপ।
আয়োজক: রাশিয়া
চ্যাম্পিয়ন: ফ্রান্স
রানার্স আপ: ক্রোয়েশিয়া
তৃতীয়স্থান: বেলজিয়াম
চতুর্থস্থান: ইংল্যান্ড
সেরা ফুটবলার: লুকা মডরিচ (ক্রোয়েশিয়া
সেরা তরুন ফুটবলার: কিলিয়ান এমবাপে (ফ্রান্স)
সেরা গোলকিপার: থিউ কোবার্তো (বেলজিয়াম)
সর্বোচ্চ গোলদাতা: হ্যারি কেন (৬)
সেরা রক্ষণ : ক্রোয়েশিয়া (সেভ ৩০১)
সবচেয়ে বেশি দৌড়েছেন: ইভান পেরেসিচ (৭২ কিমি)
সবচেয়ে বেশি পাস: সার্জিও রামোস (৪৮৫)
মোট গোল: ১৬৯
হলুদ কার্ড: ২১৯
লাল কার্ড: ৪
মোট পাস: ৪৯৬৫১
ম্যাচ প্রতি গোলের গড়: ২.৬
ম্যাচে গড় পাস: ৭৭৫.৮
সর্বোচ্চ গোলতাদা দল: বেলজিয়াম (১৬টি)
সর্বোচ্চ আক্রমণকারী দল: ক্রোয়েশিয়া (৩৫২)
সেরা পাস: ইংল্যান্ড (৩৩৩৬)
Discussion about this post