আগের দিন নাসির হোসেন সরাসরিই জানিয়েছেন চট্রগ্রামের উইকেট পছন্দ হয়নি তার। বৃহস্পতিবার স্পিনার আব্দুর রাজ্জাকও শোনালেন একই কথা। প্রায় ১৭ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে ৫৫ ওভার বোলিংয়ের বোঝা টানতে হয়েছে তাকে। ১০ মেডেনসহ ১৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন। সাফল্যটা তেমন বড় কিছু নয়। তবে চট্টগ্রাম টেস্টে তিনিই সেরা বোলার। বললেন, ‘এই উইকেট মনের মতো হয়নি। অথচ স্বাগতিক হিসেবে আমরা নিজেদের মতো উইকেট বানাতে পারতাম।’
দ্বিতীয় দিনের সেঞ্চুরিয়ান বি জে ওয়াটলিং জানালেন-‘আমার মনে হয় উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। উইকেটে এখনও তেমন কোনো আঁচড় ধরেনি। আমার ধারণা এ উইকেট সামনের দিনে খানিকটা স্লো হবে এবং টার্ন আরও কিছুটা ধরবে কিন্তু তাই বলে যে এটা ব্যাটসম্যানদের জন্য নরক হয়ে উঠবে-এমন ভাবার কোনো কারণ নেই। যদি কিছু ঘটে তবে সেটা ম্যাচের চতুর্থ অথবা পঞ্চম দিনে ঘটতে পারে।’
চট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১ম ইনিংসে ২ উইকেট হারিয়ে করেছে ১০৩ রান। এর আগে নিউজিল্যান্ড ১ম ইনিংসে ৪৬৯ রান তুলে অলআউট হয়ে যায়।
Discussion about this post