দক্ষিণ আফ্রিকা সফরে এখনো পথ খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের যন্ত্রনার পর একদিনের প্রস্তুতি ম্যাচেও বাজে হার। তবে এই দলটাই ওয়ানডে সিরিজে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করছেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকা লেগ স্পিনার হিসেবের মধ্যেই রাখছেন মাষরাফি বিন মর্তুজার দলটিকে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রোববার মাঠে নামবে বাংলাদেশ। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে টাইগাররা হেরেছে ৬ উইকেটে। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৫৫ রানেই অলআউট হয় টাইগাররা। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে স্বাগতিক দল।
তারপরও তাহিরের চোখে সমীহ। বললেন, ‘দেশের মাটিতে আমরাই ফেভারিট। তবে ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ না করার কোনো কারণ নেই। তারা চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। দারুণ খেলে সেমিফাইনালে উঠেছে। মানুষ যে যাই ভাবুক, এই ফরম্যাটে বাংলাদেশকে হারানো মোটেও সহজ নয়।’
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ২০১৫ সালের ঘটনা ছিল সেটি। দুই বছর পর এবার ঘরের মাঠে সেই হারের শোধ নিতে চায় প্রোটিয়ারা। তাহির জানাচ্ছিলেন, ‘এই মৌসুমে এটাই আমাদের প্রথম ওয়ানডে ম্যাচ। আমরা ভালো কিছুর জন্য মুখিয়ে আছি। সবদিক দিয়েই আধিপত্য বিস্তারের চেষ্টা থাকবে আমাদের।’
সন্দেহ নেই টেস্টের পর ওয়ানডে সিরিজেও এগিয়ে থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা। তবে ৫০ ওভারের ক্রিকেট গত কয়েকবছর ধরেই দুর্দান্ত খেলছে টাইগাররা।
Discussion about this post