ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্যাম কুরানের অসাধারণ বোলিংয়ের সুবাদে ব্যাট হাতে শনিবার নিজেদের মেলে ধরতে পারেনি আফগানিস্তান। তবে অল্প পুঁজিও নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে দারুণ লড়াই করল দলটি। শেষ পর্যন্ত অবশ্য যুদ্ধ বিধ্বস্ত দেশটি হেরেছে ৫ উইকেটে।
পার্থে শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে স্যাম কুরান (৫/১০) তোপে ১৯.৪ ওভারে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরু থেকেই দেশে শুনে খেলে ইংল্যান্ড। এ কৌশলেই দলটি এক পর্যায়ে আফগান বোলিং তোপে পড়ে। তবে শেষ পর্যন্ত দলটিকে পথ হারাতে দেয়নি লিয়াম লিভিংস্টোন। তার ব্যাটে ভর করে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংলিশরা।
শনিবার বিধ্বংসী বোলিং করেন কুরান। ৩.৪ ওভার (২২ বল) বোলিং করে মাত্র ১০ রান দিয়ে একাই ৫ উইকেট নেন কুরান। তার এই বিধ্বংসী বোলিংয়েই মূলত শেষ হয়ে যায় আফগানদের ইনিংস। বেন স্টোকস ৪ ওভারে কেবল ১৯ রানে নিয়েছেন ২টি। মার্ক উড ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। উইকেট নিয়েছেন ২টি। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন ক্রিস ওকস। আদিল রশিদ তুলনামূলক খরুচে ছিলেন। ৪ ওভারে তিনি দিয়েছেন ৩২ রান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিধ্বংসী ব্যাটার হযরতউল্লাহ জাজাইকে হারায় আফগানিস্তান। ১৭ বলে ৭ রান করে বিদায় নেন তিনি। আফগানদের আরেক মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ৯ বলে ১০ রান করে বিদায় নেন।
ওয়ানডাউনে ব্যাট করতে নামা ইব্রাহিম জাদরান এবং উসমান ঘানি চেষ্টা করে ইংলিশ বোলারদের বিপক্ষে রুখে দাঁড়াতে। ইব্রাহিম জাদরান ৩২ বলে ৩২ রান এবং উসমান ঘানি ৩০ বলে ৩০ রান করে আউট। এরপরের ব্যাটাররা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে।
নাজিবুল্লাহ জাদরান (১৩), মোহাম্মদ নবি (৩), আজমতউল্লাহ ওমরজাই (৮), রশিদ খান (০), মুজিব-উর রহমান (০) এবং ফজল হক ফারুকি (০) ব্যর্থতার পরিচয় দিলে ১১২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।
জবাব দিতে নেমে ৫ ওভারেই জস বাটলার-আলেক্স হ্যালসের ব্যাটে ৩৫ রান তুলে ইংল্যান্ড। তবে এরপরেই বিপদে পড়ে দলটি। সে সময় তারা হারিয়ে ফেলে বাটলারকে। ফেরার আগে তিনি করেন ১৮ রান। তার উইকেটটি নেন ফাজলহক ফারুকি।
বাটলারের বিদায়ের ইংলিশ ইনিংস আরও ধীরে এগোতে থাকে। এক পর্যায়ে হেলস ও বেন স্টোকস দ্রুত ফিরে দলের বিপদ বাড়ান। তবে ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোর হাল ধরেন। যে কারণে অঘটন ঘটেনি।
লিভিংস্টোন ২১ বলে ৩ চারে ২৯ রানে অপরাজিত ছিলেন। এদিকে মইন আলী ৮ রানে অপরাজিত থাকেন। এরআগে ৩০ বলে ১৮ রান করে ফেরেন মালান।
আফগানদের হয়ে ফারুকি, মুজিব-উর রহমান, রশিদ খান, মোহাম্মদ নবী ও ফাহিম আহম্মেদ নেন ১টি করে উইকেট।
Discussion about this post