বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে বুধবার। বাংলাদেশের চেনা মুখ ক্রিকেটার প্রায় সবাই দল পেয়েছেন। পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে আসন্ন বিপিএলের ৭ দল। কিন্তু নবম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট থেকে বুধবার বিক্রি হলেন না তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বাদ থাকলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও।
ড্রাফট থেকে সাত ফ্র্যাঞ্চাইজিদের কোনো দলই কিনতে আগ্রহ প্রকাশ করেনি আশরাফুল ও মুমিনুলকে। যে কারণে নবম আসরের জন্য অবিক্রিতই থাকতে হয়েছে।
অবশ্য এই তালিকায় আশরাফুল-মুমিনুলরা একা নন। আসন্ন বিপিএলে আরো দল পাননি শামসুর রহমান শুভ, সোহাগ গাজী, জোবায়ের হোসেন লিখন, জহুরুল ইসলাম অমি, শফিউল ইসলাম, সালাহউদ্দিন সাকিল, সুমন খান, রিশাদ হোসেন, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকীর চেনা ক্রিকেটাররাও।
প্লেয়ার্স ড্রাফটে তাদের নাম থাকলেও ৭ দলের কেউ তাদের ডাকেনি। তারা অবিক্রিতই থেকে গেছেন। বিশ্বজয়ী যুব দলের অন্যতম সদস্য তানজিদ হাসান তামিমও কোনো দল পাননি বিপিএলে।
২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হচ্ছে ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি অব্দি। এবার খেলছে ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটর্স ও সিলেট স্ট্রাইকার্স।
Discussion about this post