অপেক্ষাকৃত কম শক্তিধর সংযুক্ত আরব আমিরাতকে হারাতেও বেশ কষ্ট হল জিম্বাবুয়ের। তাদের বিপক্ষে ডেভ হোয়াটমোরের দল জিতল ৪ উইকেটে।
নেলসনের স্যাক্সটন ওভালে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আরব আমিরাত। তারা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ২৮৫ রান। সায়মন আনোয়ার করেন ৬৭ রান। জবাব দিতে নেমে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। শন উইলিয়ামস করেন অপরাজিত ৭৬ রান। আরভিন করেন ৪২, ব্রেন্ডন টেলর ৪৭ ও সিকান্দার রাজা ৪৬ রান করেন।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
সংযুক্ত আরব আমিরাত: ৫০ ওভারে ২৮৫/৭ (আমজাদ ৭, ব্যারেঙ্গার ২২, কৃষ্ণ ৩৪, খুররম ৪৫, স্বপ্নিল ৩২, আনোয়ার ৬৭, মুস্তফা ৪, জাভেদ ২৫*, নাভেদ ২৩*; চাটারা ৩/৪২, মায়ার ২/৩৯, উইলিয়ামস ২/৪৩)
জিম্বাবুয়ে: ৪৮ ওভারে ২৮৬/৬ (রাজা ৪৬, চাকাভা ৩৫, মাসাকাদজা ১, টেলর ৪৭, উইলিয়ামস ৭৬*, মায়ার ৯, আরভিন ৪২, চিগুম্বুরা ১৪*; তৌকির ২/৫১, জাভেদ ১/৪৯, নাসির ১/৫৩, কৃষ্ণ ১/৫৯, নাভেদ ১/৬০)
ফল: জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শন উইলিয়ামস
Discussion about this post