ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পরিসংখ্যান, সাম্প্রতিক সাফল্য এমন কী অভিজ্ঞতা সবকিছুতেই দুই দলের ব্যবধানটা ছিল চোখের পড়ার মতো। অনেকেই বলছিলেন-দেশের মাঠে অনায়াসেই আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ। কিন্তু কিসের কী, উল্টো নিজেরাই বিপাকে। অথচ লড়াইটা হচ্ছে নবাগত আফগানদের সঙ্গে। যারা মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেছে। আর বাংলাদেশ টেস্টের সেঞ্চুরিটা করেছে আগেই। সেই ২০০০ সাল থেকে শুরু।
কিন্তু অতীত পাত্তা পায়নি চট্টগ্রাম টেস্টে। যেখানে এখন বাংলাদেশের হার প্রায় নিশ্চিত। সোমবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিই কেবল বাঁচাতে পারে। এমনিতে রোববারও ছিল বৃষ্টির দাপট! শেষ সেশনে প্রায় ১২ ওভারের মতো খেলা বাকি থাকতে বৃষ্টি দেয়। বাধ্য হয়ে আম্পায়াররা দিনের খেলার ইতি টানেন।
টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬০ রান অলআউট আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩৭ রানে এগিয়ে থাকায় দলটি লিড পায় ৩৯৭ রান। মানে এ টেস্ট জিততে হলে টাইগারদের দরকার ৩৯৮ রান। রোববার দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে মাত্র ১৩৬ রান। ৪৬ বলে ৪ চারে ৩৯ রান করে অপরাজিত আছেন সাকিব আল হাসান। ৫ বল খেলে কোন রান না করা সৌম্য আছেন সাকিবের সঙ্গে।
৪৬ রান খরচে ৩ উইকেট নিয়েছেন রশিদ খান আফগানদের হয়ে সফলতম বোলার। শেষ দিনে জিততে বাংলাদেশের চাই ২৬২ রান। আফগানিস্তানের ৪ উইকেট।
চতুর্থ ইনিংসে ৩৯৮ রান তাড়া করে জেতার রেকর্ড এখন পর্যন্ত আছে ৪টি দলের। সেখানে নেই টাইগাররা। এ কারণেই আশাবাদী হওয়ার সুযোগ কম। রোববারও ব্যাটসম্যানরা ডুবিয়েছেন হতাশায়। তেমন কিছুই করতে পারেন নি তারা। তবে সন্দেহ নেই হারলে সাকিবের দল সমালোচনার মুখে পড়বে।
সাকিব মজা করে বললেন, সাকিব জানালেন, ‘টেস্ট জিততে আর কত দরকার? ২৭০ (২৬২)। একজন ১৫০ আর একজন ১২০ করলেই তো হয়ে যাবে। আমি যদি দেড় শ করিও, অন্য প্রান্তে আরেকজনকে এক শ তো করতে হবে। সেটা এখন সৌম্যকে করতে হবে।’ এসব মজা করেই বলছেন সাকিব। তবে আফগানদের বিপক্ষে কেন এমন হাল এর উত্তর মিলছে না।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫/১০
আফগানিস্তান ২য় ইনিংস: ২৬০/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮) ৪৪.২ ওভারে ১৩৬/৬ (লিটন ৯, সাদমান ৪১, মোসাদ্দেক ১২, মুশফিক ২৩, মুমিনুল ৩, সাকিব ৩৯*, মাহমুদউল্লাহ ৭, সৌম্য ০*; ইয়ামিন ৪-১-১৪-০, নবি ১৭.২-৪-৩৮-১, রশিদ ১৩-০-৪৬-৩, জহির ১০-০-৩৬-২)
#চতুর্থ দিন শেষে
Discussion about this post