বাংলাদেশকে সতর্ক করে দিয়েছিল আফগানিস্তান। হুংকার দিয়েছিল যুদ্ধবিধ্বস্ত এই দেশটি। কিন্তু কোন কাজ হল না। উল্টো বুমেরাংয়ের মতো সব ফিরে এলো। বাংলাদেশ রীতিমতো উড়িয়ে দিল আফগানদের। বিশ্বকাপে প্রথম খেলতে আসা দলটিকে ১০৫ রানে অনায়াসে হারাল বাংলাদেশ। দারুণ জয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন।
ক্যানবেরার ম্যানুকা ওভালে বুধবার টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ৫০ ওভারে অলআউট হয়ে তুলে ২৬৭ রান। জবাব দিতে নেমে ৪২.৫ ওভারে ১৬২ রানে অলআউট আফগানিস্তান।
২০ রান দিয়ে ৩ উইকেট নেন অধিনায়ক মাশরাফি। তবে ৭১ রান করে ম্যাচসেরা মুশফিক।
২১ ফেব্রুয়ারি এ গ্রুপে বাংলাদেশ লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৭/১০ (এনামুল ২৯, তামিম ১৯, সৌম্য ২৮, মাহমুদুল্লাহ ২৩, সাকিব ৬৩ মুশফিক ৭১, সাব্বির ৩, মাশরাফি ১৪, মুমিনুল ৩, রুবেল ০*, তাসকিন ১; শাপুর ২/২০, আশরাফ ২/৩২, আফতাব ২/৫৫, হাসান ২/৬১)
আফগানিস্তান: ৪২.৫ ওভারে ১৬২/১০ (আহমাদি ১, আফসার ১, নওরোজ ২৭, আসগর ১, সামিউল্লাহ ৪২, নবি ৪৪, নাজিবুল্লাহ ১৭, আশরাফ ১৭, আফতাব ১৪, হাসান ১৪, শাপুর ২*; মাশরাফি ৩/২০, সাকিব ২/৪৩, তাসকিন ১/২৩, রুবেল ১/২৭, মাহমুদুল্লাহ ১/৩১)
ফল: বাংলাদেশ ১০৫ রানে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম।
Discussion about this post