নাটকীয়ভাবে শেষ বলে জিতল শ্রীলঙ্কা। শেষ বলে জিততে বাংলাদেশের চাই ৩ রান। বোলার থিসারা পেরেইরা। ব্যাটসম্যান আনামুল হক। ফুলটস বল। কিন্তু ব্যাটের ঠিক জায়গায় লাগল না। সোজা ক্যাচ উঠল। ফলোথ্র“তে ক্যাচ ধরলেন খোদ বোলার পেরেইরা। শ্রীলঙ্কা বুধবার চট্রগ্রামে ২ রানে প্রথম টি-টুয়েন্টি জিতে নিল। তবে আনামুলের কোমর সমান আসা সেই বলটা ‘নো’ ছিল কিনা-সেই বিতর্ক থাকবে অনেকদিন। জিততে পারত-এই আক্ষেপ নিয়ে হারল বাংলাদেশ। পুরো ম্যাচে যেভাবে খেলল মাশরাফির দল-তাতে এই ম্যাচ থেকে বাংলাদেশও অনেককিছু পেল। সেই আÍবিশ্বাস নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী মাঠে আগামী ১৪ ফেব্র“য়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। কোন সন্দেহ নেই সেই ম্যাচে ‘ফেবারিটের’ তকমা বাংলাদেশের নামের পাশেই যোগ হবে!
শেষ ওভারে জেতার জন্য বাংলাদেশের সামনে প্রয়োজন দাড়ায় ১৭ রান। হাফসেঞ্চুরি পুরো করা আনামুল হকের ব্যাটের দিকে তাকিয়ে পুরো দেশ। এনামুল প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। দ্বিতীয় বলে আরো দুই রান। তৃতীয় বলে ননস্ট্রাইকার ফরহাদ রেজা রানআউট। চতুথ বলে আনামুলের চার। পঞ্চম বলেও তাই! শেষ বলে জিততে চাই ৩ রান। ২ রান হলেই ম্যাচ টাই। কিন্তু শেষ বলের এই লড়াইয়ে জিতে গেল শ্রীলঙ্কা। থিসারা পেরেইরার ফুলটস বলে ক্যাচ তুলে দিলেন আনামুল।
এর আগে শ্রীলঙ্কা ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৬৮ রান তুলে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার কুশাল পেরেইরা। টসে জিতে বাংলাদেশ বোলিং বেছে নেয়।
বাংলাদেশের ফিল্ডিং এই ম্যাচে দারুণ প্রশংসা কুড়িয়েছে। চারটি দুর্দান্ত ক্যাচ লুফেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এই তালিকায় নাসির এবং এনামুল হককে বাড়তি কৃতিত্ব দিতেই হচ্ছে। অনেক দুর দৌড়ে বামদিকে ঝাঁপিয়ে পড়ে দুহাতে সাঙ্গাকারার যে ক্যাচ ধরেন নাসির-সেটা এই ম্যাচের দুর্দান্ত ফ্রেম! শ্রীলঙ্কার ইনিংসের শেষের দিকে বাউন্ডারির দড়ির সামনে ওপেনার কুশাল পেরেইরার যে ক্যাচ ধরেন এনামুল-যে কোন বিচারে সেটা বাংলাদেশের ক্রিকেটের সেরা ক্যাচের মর্যাদা পাবে! তবে ব্যাট হাতে টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফসেঞ্চুরি পেলেও সামান্য ভুলের কারণে ম্যাচ জেতাতে পারেননি আনামুল। এই আক্ষেপটুকু তাকেও তাড়িয়ে বেড়াবে।
স্কোর:
শ্রীলঙ্কা: ১৬৮/৭ (২০ ওভারে, পেরেইরা, চান্দিমাল ১৮, সাঙ্গাকারা ১১, পেরেইরা ১৯*, কুলাসেকারা ৩১, মাশরাফি ২/৪৩, সাকিব ২/২৭, সানি ২/১৭)।
বাংলাদেশ: ১৬৬/৭ (২০ ওভারে, আনামুল ৫৮, তামিম ৩০, শামসুর ২২, সাকিব ২৬, নাসির ১৬, পেরেইরা ২/৪২, কুলাসেকারা ২/২৯)।
ফল: শ্রীলঙ্কা ২ রানে জয়ী।
ম্যাচসেরা: কুশল পেরেরা।
Discussion about this post