নিষেধাজ্ঞার ঘেরাটোপ পেছনে ফেলে টেস্ট অঙ্গনে ফিরেই ঝড় তুলেছেন সাকিব আল হাসান। এইতো খুলনাতে ছুঁয়েছেন অসাধারন এক রেকর্ড। এক টেস্টে সেঞ্চুরি এবং ১০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের ২ টেস্টে ১৭ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ১৬৩ রান।
এরপরই আন্তর্জাতিক ঘরোয়া ক্রিকেটে তার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দরজা খুলে গেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং বিগব্যাশে তার খেলাটা মনে হচ্ছে সময়ের ব্যাপার মাত্র। জানা গেছে আপিল করা হলে বিদেশের লিগে খেলতে যাওয়ার বিষয়ে তার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তেমন ইঙ্গিতই এবার দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। জানালেন বিসিবি- সাকিবের আচরণে সন্তুষ্ট। এইতো এ বছরের ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের কারন দেখিয়ে লঘুপাপে গুরুদন্ড দেয়া হয় তাকে। ছয় মাস অান্তর্জাতিক নিষিদ্ধ করা হয় তাকে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয় বিসিবি।
এরপর আবেদনের প্রেক্ষিতে বিসিবি ১৫ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
কিন্তু দেশের বাইরের টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে যায়। এবার সেটাও তাহলে উঠে যাচ্ছে। কলকাতা নাইট রাইডার্স ফিরে পাচ্ছে তাদের প্রিয় সাকিবকে।
Discussion about this post