বিশ্বের চতুর্থ পুরনো ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বাংলাদেশের এই দলটি কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত সেমিফাইনালে ৩-০ গোলে হারায় ইস্ট বেঙ্গল ক্লাবকে।
শেখ জামালের হয়ে গোল তিনটি করেন দলের নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন, হাইতির স্ট্রাইকার সনি নর্দে এবং স্ট্রাইকার ওয়েডসন। কলকাতার আরেক ক্লাব মোহন বাগানকে হারিয়ে সেমিতে উঠেছিল শেখ জামাল।
রোববার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
Discussion about this post