ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়সটাও তো কম হয়নি। ৩৫ ছাড়িয়েছে। এবার অবসর দেখছেন লাসিথ মালিঙ্গা। ইংল্যান্ড ও ওয়েলসে ক্রিকেট বিশ্বকাপ চলাকালে তেমনই ইঙ্গিত দেন শ্রীলঙ্কার এই পেসার। দেশের মাটিতে দেশী দর্শকদের সামনে খেলেই ক্রিকেটকে বিদায় বলে দিতে চান তিনি। তাই গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে- বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি।
এরপরই পাড়ি জমাবেন অস্ট্রেলিয়ায়। এরইমধ্যে তিনি অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেছেন। অবসরের পর পরিবার নিয়ে সেখানেই থাকবেন মালিঙ্গা। অস্ট্রেলিয়ায় কোচিং পেশার সঙ্গেই যুক্ত হতে পারেন মালিঙ্গা। এখন অস্ট্রেলিয়াতেই আছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অংশ নিতে ২২ জুলাই শ্রীলঙ্কায় ফিরবেন। সিরিজ শেষে ফের চলে যাবেন অস্ট্রেলিয়ায়।
এর আগেই মালিঙ্গা বলেন, ‘লড়াই করতে করতে আমি এখন ক্লান্ত। প্রত্যাশা করি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারব।এসএলসির সঙ্গে কথা বলব। নিজের ভিশনটা তাদেকে দেখাব।আমার ভিশনের সঙ্গে তাদের ভিশন মিলে যায় তাহলে আমি থেকে যাব। অন্যথায় শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেব।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ২২ জনের দলে ফিরেছেন নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিকালা, আকিলা ধনাঞ্জয়া ও লাকসান সান্দাকান। তবে দলে নেই মিলিন্দা সিরিবর্ধনা, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমল, জেফরে ভ্যান্ডারসে ও দিনেশ চান্দিমাল।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার ওয়ানডে দল
দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোন্সো, লাকসান সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা ও লাহিরু মাদুশঙ্কা।
Discussion about this post