ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জিততে ভুলেই গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল তারা। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে সানরাইজার্স ৪ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে।
টসে জিতে হায়দ্রাবাদ ব্যাটিং তুলে ১৮৪ রান। অ্যারন ফিঞ্চ করেন ৫৩ বলে অপরাজিত ৮৮। ডেভিড ওয়ার্নার খেলেন ৪৫ বলে হার না মানা ৫৮ রান।
জবাব দিতে নেমে দিল্লি ২০ ওভারে তুলে ১৮০ রান। একটুর জন্য ম্যাচটা হেরে যায় তারা। দিল্লি চার ম্যাচ খেলে একটিতে জিতেছে।
দিনের আরেক ম্যাচে চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এর অর্থ টানা তিন ম্যাচেই হারল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই।
সংক্ষিপ্ত স্কোর
সানরাইজার্স : ১৮৪/১ (২০ ওভার, শিখর ৩৩, ফিঞ্চ ৮৮*, ওয়ার্নার ৫৮*, নাদিম ১/২৪)।
দিল্লি ডেয়ারডেভিলস : ১৮০/৪ (২০ ওভার, ডি কক ৪৮, বিজয় ৫২, ডুমিনি ২০*, তিওয়ারি ২৩*, স্টেইন ২/৩৩)।
ফল : সানরাইজার্স হায়দ্রাবাদ ৪ রানে জয়ী।
ম্যাচসেরা : অ্যারন ফিঞ্চ।
http://youtu.be/b5s4uBc-bTg
Discussion about this post