ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম দিকে ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নিজের নাম নিবন্ধন করেননি মুশফিকুর রহিম রহিম। তবে নিলামের শুরুর আগ মুহূর্তে নিজের নাম নিবন্ধন করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যাপারটি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তার ম্যানেজার।
আইপিএল নিলামের আগে ক্যাটাগরিতে ১ কোটি ভারতীয় রুপি ভিত্তিমূল্যে শোভা পাচ্ছে মুশফিকের নাম। উইকেটরক্ষকদের মধ্যে তার চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের, ২ কোটি রুপি।
দেরিতে কেন মুশফিক নাম দিলেন? এ ব্যাপারে তার ম্যানেজার বর্ষন কবির বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষ মুশফিকুর রহিমের কাছে প্রথমাবস্থায় নাম না দিতে চাওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য শেষে দিকে অনুরোধ করেছিল। কারণ সাকিবসহ আরও চারজন নাম ততক্ষনে পাঠিয়ে দিয়েছেন। মুশফিক সে হিসেবে শেষ দিকে ই-মেইলে তাঁর নাম পাঠিয়েছেন। এ কারণে মুশফিককে লেট এন্ট্রি দেখাচ্ছে।’
মুশফিক ছাড়াও এবারের আইপিএল নিলামে বাংলাদেশ থেকে রয়েছেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাকিব ২ কোটি, মুস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।
নিলামে নাম লেখানো ক্রিকেটারদের বড় অংশই অবশ্য দল পাবেন না। যদি প্রতি দলে ২৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজানো হয়, তাহলে নিলাম থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার।
বৃহস্পতিবার দুপুরে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৪তম আসরের নিলাম।
Discussion about this post