ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ সফরে এসে পতাকা লাগিয়ে অনুশীলন করছে পাকিস্তান। যে কারণে ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে বিশেষ করে লাল-সবুজ দেশে। ম্যাচের আগের দিন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে সেটার উত্তর দিয়েছেন তিনি।
পাকিস্তানের অনুশীলনে এখন পরিচিত দৃশ্যই মাঠের একপাশে লাগানো থাকে সে দেশের পতাকা। বাংলাদেশেও দেখা গেছে সেটি। বিদেশের মাটিতে এভাবে পতাকা লাগানোর কারণটা এবার ব্যাখ্যা করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের , ‘আগেও বলেছি, সাকলাইন মুশতাক কোচ হওয়ার পর থেকে তার কোচিং দর্শন হলো, মাঠে পতাকা লাগিয়ে রাখলে প্রেরণা মেলে ও উজ্জীবিত হওয়া যায়। সাকলাইন পাকিস্তান দলে যোগ দেওয়ার পর থেকেই এটা হচ্ছে। সেটা নিউজিল্যান্ড সিরিজে হোক বা বিশ্বকাপে কিংবা এখানে।’
৬ বছর পর বাংলাদেশ সফরে এসে দারুণ লাগছে বাবর আজমের, ‘করোনাভাইরাসের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে, এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সব সময় আমাদের সমর্থন করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। এটা আমাদের বেশ ভালো লাগে এবং সহায়তাও করে।’
Discussion about this post