সোমবার অনুশীলনে পায়ে আঘাত পেলেন তামিম ইকবাল। পেস বোলার তাসকিন আহমেদের ইয়র্কার লেন্থের বল এসে পায়ে লাগে জাতীয় দলের এই ওপেনারের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট থেকে এরপর সোজা ড্রেসিংরুমে চলে যান তামিম।
তামিম স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। এ ব্যাপারে পরে সাংবাদিকদের তিনি জানান, ‘পায়ে ব্যথা আছে। জানি না আঘাতটা তেমন মারাত্মক কীনা। এক্সরে করলে বিস্তারিত জানা যাবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে এখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৩ আগষ্ট ওয়েস্ট ইন্ডিজে যাবে তারা।
২০, ২২ ও ২৫ আগষ্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে মুশফিকুর রহীমের দল।
বাংলাদেশ এই সফরে ক্যারিবীয়দের সঙ্গে দুটি টেস্ট এবং একটি টি-টুয়েন্টি মাচও খেলবে।
Discussion about this post