আর্জেন্টিনা ২: নাইজেরিয়া ১
ক্রোয়েশিয়া ২ : আইসল্যান্ড ১
ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত দু’দিন ধরেই চরম অনিশ্চয়তায় প্রহর কাটিয়েছে আর্জেন্টিনা। কারণ ভাগ্যটা যে তাদের হাতে ছিল না। গ্রুপ অব ডেথ মানে মূত্যুকুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠতে নিজেদের জয়টাই শেষ কথা ছিল না। একইসঙ্গে ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ডের কাছে হারটাও ছিল জরুরী। কী আশ্চর্য্য স্বপ্নের এক রাতে সব সমীকরণ মিলে গেল! আর্জেন্টিনা ২-১ গোলে হারাল নাইজেরিয়াকে। একই ব্যবধানে ক্রোয়াটদের কাছে হারল আইসল্যান্ড!
গ্রুপ ডি থেকে ক্রোয়েশিয়ার পথ ধরে দ্বিতীয় রাউন্ডে উঠল লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ককে পেল ক্রোয়েশিয়া। আগামী শনিবার কাজান অ্যারেনায় দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা লড়বে ফ্রান্সের সঙ্গে।
সমীকরণ মিলে যাওয়া ম্যাচে মঙ্গলবার আবেগ জড়িয়ে থাকল। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে আর্জেন্টাইন কিংবদন্তি ১৯৮৬’র বিশ্বকাপ জয়ী নায়ক ডিয়েগো ম্যারাডোনা উন্মাতাল হলেন প্রিয় অনুজদের জয়ে। গৃহবিবাদ, বিদ্রোহ, ক্ষোভ সব মিলিয়ে গেল এক নিমিষে!
ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক মেসির অসাধারন এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এটি এ রাশিয়া বিশ্বকাপের একশতম গোল! তবে এর একটু পরই খেই হারিয়ে ফেলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারই সুযোগে নাইজেরিয়া সমতায় ফিরে ৫১ মিনিটের পেনাল্টি থেকে। ৪৯ মিনিটে কর্নার পায় নাইজেরিয়া। ডি বক্সে হাভিয়ের মাসচেরানো ধরে রাখেন বালোগানকে। পেনাল্টি দেন রেফারি। এরপর ভিক্টও মোজেসের স্পট কিক গোল (১-১)। এই সমতা ছিল ৮৫ মিনিট পর্যন্ত। তারপরই সমর্থকদের সব দুশ্চিন্তা উড়িয়ে অসাধারন এক গোল করেন মার্কাস রোহো। গ্যাব্রিয়েল ইভান মার্কেদোর ক্রসে নেয়া অসাধারণ ভলি! যেন স্বপ্ন হাতের মুঠোয়!
আরেক ম্যাচে আইসল্যান্ড পারল না। দলটিকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েশিয়া। তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচে নিয়মিত একাদশের নয়জনকে বিশ্রাম দিয়েও জিতল তারা।
Discussion about this post